ইতিকথা
ইতিকথা
নিংড়ে শেষ হয় স্রষ্টা ;
রয়ে যায় নির্মাণ , বহমান
নিবিষ্ট নিবিড় নির্যাস ।।
সেই কবেকার কথা , অজন্তা গুহাচিত্রে
শিল্পীর ইতিকথা সাক্ষী কত না কাহিনী ।
সৌমিত্র চলে যায় ,
রয়ে যায় শাখাপ্রশাখা।
আখ্যান শেষে শুরু হয় অধ্যয়ন।
