STORYMIRROR

Nityananda Banerjee

Romance Fantasy Others

3  

Nityananda Banerjee

Romance Fantasy Others

ইচ্ছেঘুড়ি

ইচ্ছেঘুড়ি

1 min
173

মনটা হঠাৎ হয়ে গেছে ঘুড়ি ;

ভাদ্রমাসের সাদা খোলা আকাশ,

ছোঁবে বলে আলতো ছোঁয়ায় বুড়ি ;

আপন ঘরে কাটায় কারাবাস ।


রং জমেছে পেঁজা তুলোর মেঘে ;

ভোরের অরুণ তরুণ হতে দেরী,

ধরতে গেলে উড়তে হবে বেগে ;

ইচ্ছেঘুড়ি গাইছে প্রভাত ফেরী ।


মাটি থেকে চাইলে উপর পানে ;

ধোঁয়া ধূলো রং মিলিয়ে নীল,

ব্যস্ত শহর মত্ত থাকে গানে ;

মনের ইচ্ছে সহজ সাবলীল ।


পরীর কাছে চাইতে গেলে ডানা ;

পাখি বলে নাও না যত খুশী,

ঝরা পালক নিতে কিসের মানা ;

মিছিমিছি কেন তোমায় দূষি !


আকাশ দেখি; সূর্য্য, গ্রহ, তারা ;

কালো কালো অসংখ্য বিবর ,

শীত, গ্রীষ্ম, বর্ষা, বসন্তেরা ;

আকাশ দেখে বাঁধে মনের ঘর ।


দাঁড়িয়ে থাকি উল্টোডাঙার মোড়ে ;

বাস আসেনি; বোধ হয় ধর্মঘট,

তখনি মন নীল আকাশে ওড়ে ;

বাড়ি যেতে মন করে ছটফট ।



Rate this content
Log in

Similar bengali poem from Romance