STORYMIRROR

Paula Bhowmik

Classics Inspirational

3  

Paula Bhowmik

Classics Inspirational

হ্যাপি নিউ ইয়ার

হ্যাপি নিউ ইয়ার

1 min
173

হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ,

সারা বছর যেন কাটে দারুণ ভালো।

অন্ধকার জীবনেও যেন জ্বলে ওঠে আলো,

অসুবিধায় না ভোগে কেউ, যেন মনটি থাকে ভালো। 

শরীর খারাপ থাকলে যেন তা শিগ্গির সেরে যায়, 

নিকট জনের মুখে যেন ভালোবাসার হাসি ফোঁটায়। 

টাকা পয়সা সুখ শান্তি যেন সব ই ফিরে পায়। 

করোনার ভ্যারাইটিরা যেন আরেকটু দুর্বল হয়ে যায়, 

আনন্দের ধারা যেন নেমে আসে এই ধরায়। 

শিশু কিশোর কিশোরীরা যেন সবাই আগের মতোই,

গান গায়, খেলতে পারে, ভালো থাকে, 

যেন ওদের প্রাপ্য ভ্যাকসিন পায়, লেখাপড়া চালায়। 

এই জীবন সমুদ্রে জোয়ার, ভাটা চলে যে হামেশাই, 

মোচার খোলার মতো জীবন তরনী ভেসে যায়। 

সুখ দুঃখে যেন অবিচল থাকতে যেন শিখে যাই, 

অন্যদের জীবন যেন ভরাতে পারি ভালোবাসায়। 

ঝগড়া, রাগ, মনোমালিন্য করবো না সারা বছর, 

কথাটা ভাবতে বা শপথ নিতে তো অসুবিধা নাই। 

সেনা জওয়ান আমার ভারতের ভাই বোনেরা, 

যারা রয়েছো আমাদের দেশের পাহারায়, 

সারাবছর যেন ভালো থেকো তোমরা, বিপদ না হয়।

প্রতিবেশী দেশের সাথে যেন শান্তি বজায় থাকে, 

নেতারা ভালো রাখতে চেষ্টা করে যেন দেশবাসীকে। 

সমস্ত দেশ যেন করতে পারে শান্তিতে সহাবস্থান, 

যেন মানবিকতা পায় পৃথিবীর সকলের মনে স্হান। 

একটু ভালো চিন্তা করে সকলেই হয়ে উঠুক মহান। 

টাকা-পয়সা, বই-খাতা, জামা-কাপড়, ওষুধ, খাবার,

ভালোবাসা, স্নেহও, পারলে একটু কোরো দান, 

নেবে নিশ্চয়ই সকলেই আছে যাদের যা দরকার।



Rate this content
Log in

Similar bengali poem from Classics