STORYMIRROR

POET MD HEDAETUL ISLAM

Tragedy Classics

4  

POET MD HEDAETUL ISLAM

Tragedy Classics

হ্যালো

হ্যালো

1 min
409


হ্যালো

মোহাম্মদ হেদায়েতুল ইসলাম


এই দুনিয়ায় কত জনে হ্যালোতে কাজ সারা,

ক্ষমতার জোরে কাজ করে হয় তারা আত্মহারা।

এই যে হ্যালো হ্যালো হ্যালো,

তোমাদের চক্ষু আর বিবেক মেলো।

আজ শুনাবো তোমাদের হ্যালো নিয়ে কিছু কথা,

নীরবে নিভৃতে ব্যাথা তুরের আছে যত ব্যাথা।

এই হ্যালোতেই কতজনের ভূমি হয় যে দখল,

ভূমিহীন অনাহারী কত কষ্টে ওরা সকল।

এই হ্যালোতে কত জনের চাকুরী যায় চলে,

অযোগ্যরা যোগ্য হয় এই হ্যালোর ই বলে।

হত্যার জালে কতজনে হইলোরে এই হ্যালোর শিকার,

মেধাবীরা পথে ঘোরে হয়ে আজ বেকার।

হ্যালোতেই কতজনের মিলে যায় মুক্তি,

সত্যকে মিথ্যা করে দিয়ে দেখায় কতজন খোঁড়া যুক্তি।

হ্যালো তুমি ছলনা আর কত ছড়াবে,

ধ্বংসলীলায় পরিবার আর কত জড়াবে।

এই হ্যালোতেই কত জনের জীবন হলো যে ধ্বংস,

আহারে এই হ্যালোই করলো যে কতজনকে নির্বংশ।

হ্যালো তুমি হয়ে কর সত্যের কাজ,

অসহায়দের পাশে দাঁড়াও কেন কর লাজ।

হ্যালো তুমি চেয়ে দেখ পথ শিশুরা কান্দে,

মেধাবীরা কেন আজ চাকুরীহীন পড়ে আছে ফান্দে।

হ্যালো তুমি চেয়ে দেখ কত রোগীরা কাতরায়,

ঔষধহীন, চিকিৎসাহীন রোগ তীব্র মাত্রায়।

হ্যালো তুমি চাও ক্ষুধাতুরদের দিকে,

সহায়হীন, সম্বলহীন ইস! ক্ষুধায় ওরা ফিকে।

ভূমিহীনরা চায় না হ্যালো অট্রালিকা গাড়ি,

ওরা চায় মাথা গোঁজার ছোট্ট একটি বাড়ি।

হ্যালো তুমি ন্যায় বিচারের সাথে থাকো করে প্রতীজ্ঞা,

মজলুমের সাথে থাকো কভু কোরোনা অবজ্ঞা।

হ্যালো কৃষকদের জন্য তুমি কাজ করো ভবে,

শ্রমজীবী মানুষেরাই কেনো হ্যালো পিছে পড়ে রবে?

হ্যালো তোমার গর্জন হোক সত্যের কথন,

হ্যালো তোমার বিচরণ হোক সদা বীরের ই মতন।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy