STORYMIRROR

Sulata Das

Tragedy

3  

Sulata Das

Tragedy

হুইস্কি

হুইস্কি

1 min
230

      নিরীহ হুইস্কির গ্লাসটা 

আজ মনে কত হিল্লোল তুললো

    একে একে পুরোনো স্মৃতিরা 

মনের মণিকোঠায় উঁকি দিলো।

    টুকরো টুকরো স্মৃতিগুলো যেন    

হুইস্কির গ্লাসের বরফের টুকরো,

    বরফ গলার মতই 

ধীরে ধীরে তা মনের মাঝে   

    বিলীন হয়ে গেল। 

হুইস্কির মতোই রঙিন-মধুময় 

    ছিল জীবন একদা,

ছিল নিত্য নতুন 

    রূপসীদের আনাগোনা।

সেই রূপসাগরে ডুব দিয়ে 

    তোমায় এনেছিলাম তুলে,

হাজার মণি মুক্তোর মাঝেও

    তোমায় জহুরির মতো নিয়েছিলাম চিনে। 

স্নেহ-ভালবাসা,মায়া-মমতার ডোরে-

    বেঁধেছিলে আমারে এ সংসারে,

রেখেছিলে সবারে আপন করে। 

    সর্বময় কর্ত্রী-মমতাময়ী,

যেন মানবরূপী মা আনন্দময়ী।

    রূপকথার রাজা-রানী না হয়েও 

রূপকথার মতোই ছিলো সে জীবন,

    ছিল ভালোবাসা,আন্তরিকতা,

ছিল সাধের সংসার,পরিবার-পরিজন।

   তোমার ভালবাসার মাধুরীতে 

ছিলাম নিমজ্জিত ,

   আমাদের হৃদয় দুটি চুপিচুপি   

কথা বলতো প্রতিনিয়ত।

   দুটি পৃথক সত্বা হয়েও ছিল 

একই অন্তরাত্মা,

    দুটি পৃথক মন হয়েও মনের ঘুর্ণিপাকে 

ছিল একই চিন্তা। 


কথা ছিল শতাব্দী ধরে ঘুরে বেড়াব 

    একই কক্ষ পথে,

জন্ম জন্মান্তর কাটাবো মোরা একসাথে।

     বিধাতার বিধান,না কি-

ভাগ্যের নিষ্ঠুর পরিহাস জানিনা-

     সহসা তোমার জীবনদীপ হলো নির্বাপিত-

আমায় করে গেলে একেলা। 

     সেই থেকে শুরু- 

হাতে তুলে নিয়েছি হুইস্কির গ্লাস,

    একাকিত্বের অভিশাপ মুছতে ডুবে থাকি তাতে,

তোমায় ভোলার চেষ্টায়-

    মেতে থাকি হুইস্কির মৌতাতে। 



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy