হতাশা
হতাশা


যেথায় শেষ বুঝি সব আশা
নিঃশব্দে তার আগমন
করে ক্ষতবিক্ষত এই মন
হেরে গিয়ে জীবনের সব বাজি
হাসি মুখে মৃত্যুর আলিঙ্গনেও রাজি
ভাবলেশহীন দুটি আঁখি
নিরুদ্দেশের এক অন্ধকারে দেয় পারি
থেমে যায় জীবনের জয়যাত্রা
এটাই কি আজকের জীবনের অন্য মাত্রা???
যেথায় শেষ বুঝি সব আশা
নিঃশব্দে তার আগমন
করে ক্ষতবিক্ষত এই মন
হেরে গিয়ে জীবনের সব বাজি
হাসি মুখে মৃত্যুর আলিঙ্গনেও রাজি
ভাবলেশহীন দুটি আঁখি
নিরুদ্দেশের এক অন্ধকারে দেয় পারি
থেমে যায় জীবনের জয়যাত্রা
এটাই কি আজকের জীবনের অন্য মাত্রা???