STORYMIRROR

Paula Bhowmik

Inspirational

4  

Paula Bhowmik

Inspirational

হপার

হপার

1 min
397

আম গাছে যখন প্রথম মুকুল এলো,

ওরা দুটো তখন বেশ ছোটোই ছিলো।

ম্যাঙ্গো হপারের মতোই সারাদিন লাফালাফি, খেলাধুলো,আর তার সাথেই ঝগড়া ও খুনসুটি ।

ভাবতো, আম হলে করবে কাড়াকাড়ি, 

কে নেবে আমের পাশের টুকরো ,

আর কে যে নেবে আমের আঁটি ।

ওমা! সেকি কান্ড ! 

হতে চলেছে যে সব লন্ড ভন্ড !

বসন্তে মুকুলের সুবাস পেয়ে,

ম্যাঙ্গো হপারেরা এলো যে ধেয়ে ।

আমের মধু যেন সব ওরাই খাবে,

এরপর যত্র তত্র মধু ছড়াবে ।

পরাগ মিলন কি করে ঘটবে !

মন মতো আমের ফলন কি আর হবে !

ভাবতে ভাবতে দিন এগোলো,

কিছু কীটনাশক ছড়ানো হলো ।

গাছে গাছে আমের গুটি ধরলো,

আমগুলো সবুজ হয়ে বড়ও হলো।

কিন্তু আচমকা রে কালবৈশাখী ঝড় এলো,

কিছু আম তো গাছ থেকে ঝরেই গেল !

কাঁচা আমে চিনি মিশিয়ে আমসত্ত্ব বানানো হলো।

"আমসত্ত্ব দুধে ফেলি,তাহাতে কদলি দলি,সন্দেশ মাখিয়া

তাতে হাপুস হুপুস শব্দ"কবিতা মনে পড়লো।

আমে-দুধে মিলে গিয়ে আঁটি বাদ পড়ার মতোই,

ওদের আবার গলায় গলায় ভাব হয়েই গেল ,

দুজনেই কিন্তু আগের চেয়ে অনেক শান্ত হয়েছিলো !

কলম্বিয়ার বড়ো সড়ো আমের খবরটাও কানে এলো,

একটা বড় আমের ওজোন নাকি প্রায় চার কিলো !

চার কিলো আড়াইশো গ্ৰামের সেই বিখ্যাত আমটা,

একেবারে "গিনেস বুক" এ পর্যন্ত নাম করে নিলো !



Rate this content
Log in

Similar bengali poem from Inspirational