গুরু
গুরু
1 min
218
মা-বাবার পরেই যাঁরা এ জীবনের গুরু
ঠিক -ভুলের হিসেব শেখা তাঁদের কাছে শুরু।
মানুষ তৈরীর কারিগর তাঁরা শিক্ষক নামেই পরিচিত
জ্ঞানের আলোকবর্তী তাঁরা সর্বজনবিধিত।
পাঠক্রমিক শিক্ষা থেকে জীবনবোধের দীক্ষা
তাঁদের থেকেই পাওয়া পুঁজিতে চলে জীবনের পরীক্ষা।
আসবে জয়,হবে পরাজয় তবু এগিয়ে যেতে হয়
এই শিক্ষা দিলেন তাঁরা হারকে কোরো না ভয়।
কখনো কঠোর,কখনো কোমল,কখনো হয়েছেন আপন
এতোটা পথ পেরিয়ে এসেও তাঁরা আজো হৃদয়ের স্বজন।
দিয়েছো তোমরা দুহাত ভরে চাওনি কিছু প্রতিদান
তোমাদের আজো ভুলিনি আমরা আছো জুড়ে এই প্রাণ।