গুডবাই
গুডবাই


গুডবাই শব্দটি উচ্চকিত হয়ে যতবার
নিক্ষেপ করেছি প্রধুমিত তীরের মতো
তোমার রক্তমাংসময় অন্তরঙ্গ অনুভবের উপর
শুধু এই একটি মাত্র শব্দের কৃপাণে
যতই তোমাকে করতে ছেয়েছি ছিন্নভিন্ন
তোমার সন্ত্রস্ত উপকুল জুড়ে ততোবার
হানা দিয়েছে সামুদ্রিক ঝড় আর জলোচ্ছ্বাস
তুমি বাসনার খড়কুটো আঁকড়ে ধরে
তোমার ভালোবাসাকে বাঁচিয়ে রাখার
প্রবল আকুতি নিয়ে নেমে পড়ো যুদ্ধে
গুডবাই শব্দটির প্রতিকুলে দাঁড়িয়ে।
অমানবিক কটাক্ষের ঢেউ যাতে তোমাকে
ভাসিয়ে না নিতে পারে, সে জন্য আমি
গুডবাই অংকিত মহাবিপদ সংকেতের
লাল পতাকাটি আমার আক্রোশের খুঁটি থেকে
নামিয়ে আনি, আর তখোন সন্তের মতো
শান্ত হয়ে আসে প্রলয়ংকারি সেই ঝড়,
ক্রুদ্ধ জলরাশি ফিরে যায় মহাসমুদ্রে
আমাদের ভালবাসার সবুজ পতাকা
পুনরায় উড়তে থাকে পত পত কর