গুছিয়ে নেওয়ার পালা
গুছিয়ে নেওয়ার পালা


সাপের খোলস ছেড়ে অন্যের ঘরে,
নবান্নের মৌতাতে যদি মেলে ভগ্নাংশ!
মূল্যবোধ ন্যায়নীতি কফিনবন্দি হোক, উত্তরাধুনিক সভ্য মাফিয়ার হাতে হাত!
ছুটে চলুক উল্টো অশ্বমেধের টাট্টুঘোড়া,
জার্সি বদলে আর্থসামাজিক স্বীকৃতি!
চুলচেরা বিশ্লেষণ করার অবকাশ নেই,
গুছিয়ে নেওয়ার সন্ধিক্ষণে কেন হস্তক্ষেপ?
এখন শুধুই রঙের খেলায় লুকোচুরি!
জাতি ধর্মের মোড়কে আপেক্ষিক মোড়লগিরী।
এক জাতি এক প্রাণ ইতিহাসের পাতায়,
ঈশ্বরের সৃষ্টিকে শুধুই রঙের প্রলেপ!
ধ্বংসের খেলায় মশগুল রঙের ব্যাপারী,
বারংবার প্ররোচিত মৃত্যুপথযাত্রী জনগণ