গ্রীষ্মের দুপুরে
গ্রীষ্মের দুপুরে
বসে আছি আমি একা এক গ্রীষ্মের দুপুরে
গাছতলে ছায়ায়, গ্রাম থেকে কিছুটা দূরে |
ঝাঁ ঝাঁ রোদে উজ্জ্বল, আলোকিত চারিধার;
বহে হওয়া মাঝে মাঝে, ঘুম আসে চোখে আমার |
আকাশের শোভা আজ বড়ই মধুর,
খন্ড সাদা মেঘ ভেসে যায় বহুদূর |
চিল মাঝে উড়ে যায় নীল আকাশে,
রঙের বাহার আছে সূর্যের পাশে |
দূরে মাঠে গরু চরে,
রাখাল ঘুমায়ে পড়ে গাছের ছায়ায় |
নিস্তব্ধ গ্রামটি দূরে
স্থাণুবৎ আছে পড়ে কিসের মায়ায় ?
গাছের ডালে হাওয়ার দোলন
পাতার ভিড়ে রোদের নাচন
বিহগ মনে খুশি,
ব্যস্ত তারা, অন্ন খোঁজে;
সুখের রেখা মুখের মাঝে,
গাছের ডালে বসছে পাশাপাশি |
দেখা যায় ধানক্ষেত ওই সুদূরে,
লালচে হয়েছে গাছ চড়া রোদ্দুরে |
সারাদিন করে কাজ মাঠে চাষীরা,
ঘুম নেই, ক্লান্তি নেই, নেই তাড়াহুড়া |
ঘর আছে, দুয়ার আছে, আছে যে সংসার;
প্রিয়ার মুখে ফোঁটাতে হাসি, যৌবন জেরবার |
জীবনে একটু সুখের আশায়
তপ্ত কাঞ্চনে শরীর ভাসায়,
কর্মী জীবন এভাবেই করে পার |
