STORYMIRROR

Nityananda Banerjee

Abstract Fantasy Others

3  

Nityananda Banerjee

Abstract Fantasy Others

গ্রীষ্ম

গ্রীষ্ম

1 min
156

বর্ষায় বৃষ্টি নেই ; শীত নয় শীতল,

মনে হয় সেই সোনা রোদ যেন পিতল ।

ফাগুনে আগুন নেই আছে দাবদাহ ,

ভাঙা মোর বুকখখনি কোন হিমবাহ ।

চৈতে কালবোশেখী আর আশ্বিনের ঝড়,

গ্রীষ্মেও বলে না কেউ 'পড় আম পড় ' ।

এ এক নতুন দিন ; নয়া কোন রাত ,

গতিময় জীবনে এক মহা সংঘাত ।

কিলিয়ে কাঁঠাল পাকে; গ্যাসে পাকে কলা,

সারাবছর গ্রীষ্মকাল ; ক্ষুব্ধ পৌষমেলা ।

সূর্য্যের প্রখর রোদ অঙ্গ যায় জ্বলে ,

আমি শক্তি তাপের উৎস সূর্য্যই বলে।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract