গোয়ালিনী (13)
গোয়ালিনী (13)


এ জগতে দাম নেইকো আমার আর
আমি যে বড়ো একলা, বড়োই দুখিনী;
এ সংসারে কেউ চাইনেকো মোরে আর
আমি যে এক সাধারণ গোয়ালিনী।
বিছানায় শুয়ে শুধুই ভেবে যাই অনেক কথা
ঘুমহীন চোখের জলে বালিশ ভেজে;
পুরানো দিনের সেই মধুর স্মৃতিগুলি
মনে বড়োই শান্তি এনে দেয় যে।
রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, ঝড়-জলে সবসময়
দিয়ে আসতুম দুধ ওদের বাড়িতে;
অসুখ হয়ে পড়েছি যে বিছানায় আজ
তাই আমায় এখন দেখে কে?
দুধটা খেয়ে বাঁচতো ওরা বোধহয়
বাঁচতো ওদের ছেলেপিলেগুলো;
আর যে আজ মরতে চলেছি আমি
কই! খোঁজ নেয় না তো ওই মানুষগুলো।
না! ওরা খোঁজ নেবেই বা কেন
ওরা যে মিটিয়ে দিত দুধের দাম;
বোধহয় ভুলে যেত ওরা তখনই
এই নগন্য গোয়ালিনীর নাম।
দুধ তো দেয় অন্য কেউ আজ
ওদের বাড়িতে;
এই গোয়ালিনীর নাম ভুলে গেলেও ওরা
কখনো ভোলে না তো দুধ খেতে!
ওরা যে এত জটিল
কখনো তা বুঝিনি;
হারিয়ে গিয়েছি যে অকৃতজ্ঞ ভিড়ের মাঝে আজ
কেননা আমি যে সামান্য গোয়ালিনী।