STORYMIRROR

Nityananda Banerjee

Classics Fantasy Others

3  

Nityananda Banerjee

Classics Fantasy Others

গোপনীয়তা

গোপনীয়তা

1 min
133


কে গো সেথায় রাত্রি নিশীথে 

ভ্রমিছ মনের দ্বারে,

যাতনা যতনে দহিছ তৃষিতে

চন্দ্রালোকের পারে ।


গগন গহীনে তারকার সাথে ,

জড়াইয়া যাও আগামী প্রভাতে,

নব অরুণিমা রঞ্জিত মাথে,

দেখা দাও বারে বারে ,

মম উরসে সুরভিত করিবারে ।


কন্টকময় বনলতা দলি',

অবহেলা ভরে কোথা' যাও চলি' ,

তুচ্ছ করিয়া কূজন কাকলি,

নিবিড় অন্ধকারে ।

অনুগামী রহি হৃদয় মাঝারে আহা রে !


বৃথা যায় নাই নিশি জাগরণ,

মাধুরীমাভরা তব আচরণ,

পার হয়ে যাই কন্টক বন,

খুঁজিয়া বেড়াই তোমারে,

কে তুমি সেথায় আহ্বান কর আমারে ।



Rate this content
Log in

Similar bengali poem from Classics