গঙ্গাসাগর স্নান-১
গঙ্গাসাগর স্নান-১


চলো সবাই এগিয়ে চলি সাম্যবাদের ভিত্তিতে -
দোষের রাত্রিযাপনে নিমজ্জিত নাই বা হলাম!
পাপ-পুণ্যের নিগূঢ় সংখ্যাতত্ত্ব বিশ্লেষণ নাই বা করলাম!
গঙ্গা নদীর পবিত্রতায় বিলিয়ে দিতে বাধা কোথায়?
গঙ্গাসাগরে বেলাশেষে ভেদাভেদেহীন হতে ক্ষতি কী?
অবশেষে সকল মানবরূপী পরমেশ্বর বিরাজ করুক পুণ্যতোয়া জলের ধারায়।