Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

Nandita Pal

Romance

3  

Nandita Pal

Romance

ঘুম

ঘুম

1 min
45



ঘুম স্টেশনে চাকরী করবার সময়

সেই প্রথম দেখার দিনগুলো,

আমি বাঁক পথে সাইকেল চালিয়ে,

ওপরে উঠছি আর তুমি নীল পাড়

সাদা শাড়ী মাথায় নার্সের টুপি,

উঁচুতে তোমার বাড়ী থেকে তরতর নীচে

নেমে আসছ। আমি তখন বেশ গায়ের জোরে

ওপরে ওঠার চেষ্টা করছি আর তুমি অনায়াসে

নেমে আসছ, সূর্যের রশ্মি তোমার টুপি ছুঁয়েছে,

মোলায়েম রবি তোমাকে যেন ঘিরে রয়েছে। মনে হত

সে অপরূপ সেই ছবি। সৌজন্য, আলাপ, তারপর

মাঝে মাঝে দেখা, বৃষ্টিতে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায়

তোমাকে ঘুরপথে নামিয়ে আনা। আমার সকালবেলার

তুমি তখন মন জুড়ে, কিন্তু কথা বলব বলে যেদিন

যাবার ছিল বৃষ্টিতে পাহাড়ে ধস নামা, সব রাস্তা আটকে,

কিছুদিনেই আমার বদলী, অন্য শহরে। রইলো সেই

ঘুম পাহাড়, বাঁকা পথ, সকালে তোমায় দেখব বলে

রাস্তায় দাঁড়িয়ে থাকা।


আজ এতো বছর পেরিয়ে গরেমের ছুটিতে দার্জিলিং,

সেই পাহাড়ি পথ, খেয়ালী মেঘ আর সুবুজে সবুজ।

আজ সকালে আমি ঘুমে সেই রাস্তায় দাঁড়িয়ে

একগুচ্ছ গোলাপ হাতে নিয়ে। দেখি একদল তরুণী নামছে,

সেই তরতর করে, সকালের আলো তাদের মাথায়, তাদের মনে।

আমি তাদের ছন্দে অবাক হয়ে যেন তোমাকে দেখছি,

সেই ফুরফুরে ঝর্না কখন যেন আমার পাশ দিয়ে বয়ে গেলো।

আমি তোমার স্মৃতি আর গোলাপ নিয়ে আজ ও দাঁড়িয়ে।

 

 


Rate this content
Log in

More bengali poem from Nandita Pal

Similar bengali poem from Romance