ঘুম নেই(12)
ঘুম নেই(12)
সারা বিশ্ব আজ করোনার কবলে
আমার জন্মভূমি আজ করোনা বিধ্বস্ত,
করোনার বিষাক্ত ছোবল কেড়ে নিল
কত আপনজন,
কেড়ে নিল বহু মায়ের সন্তান,
আরও কত নেবে কাল,
কত প্রাণ দিয়ে তার ক্ষিদে মেটাবে
কে জানে?
আমি জানি না।
চারিদিকে শুধুই হাহাকার
জন্মভূমির বুকে ঝরে চলেছে মায়ের চোখের জল।
আজ অসহায় মানবসভ্যতা,
খুব কঠিন সময়।
ওদিকে চেয়ে দেখো
ডাক্তারের নিরলস পরিশ্রম,
সাংবাদিকের খবর জোগাড়ের চেষ্টা,
সকালের রানারের দায়িত্ববোধ,
আরও চেয়ে দেখো
ওই কৃষক বন্ধুর দিকে
শত বাধা কাটিয়ে সে আজ মাঠে চলেছে
কত তাদের ত্যাগ,
কাদের জন্য?
আমাদের জন্য,
আমাদের ঘরে চাল পৌঁছে দেওয়ার জন্য,
যাতে আমরা অভুক্ত না থাকি।
জীবনের পরোয়া করে না এরা
তাইতো এদের সেলাম।
এরাই তো ইতিহাস গড়ার উপাদান
এরা ছাড়া আমি অচল
এ জগত অচল।
যারা এত কিছু করে আমার জন্য
আমার সবসময়ের বন্ধু,
আজ তাদেরই মধ্যে কেউ কেউ অসহায়,
হাসপাতালে মৃত্যুর জন্য দিন গুনে চলেছে।
অথচ আমি অকৃতজ্ঞ সাধারণ মানুষ
ঘরের কোনে বসে আছি
একটা খাতা আর একটা পেন নিয়ে।
যেন একটা পুতুল আমি
নতুবা আমাকে পুতুল বানানো হয়েছে।
আমার সামনে এখন সহস্র বাধা
হাজারো নিষেধের প্রাচীর।
আমার দেহ আজ বন্ধ কারাগারে বন্দী
শুধু আমার মনটাই নই,
সে চাইছে ছুটতে, ছুটে চলে যেতে
ওই অসহায় বন্ধুর পাশে।
আমার মন বলছে
ছুটে যাই ওই দূরের ঘন জঙ্গলে
যদি কোনো ওষুধ পেয়ে যাই
কিংবা ঈশ্বরের দেখা পেয়ে যাই
তবে সেই আমাকে বলে দেবে
কি আমার কাজ এখন?
কিন্তু এসব তো কল্পনা
আসলে আমি তো কিছুই করতে পারবো না
আমার তো সেই সাহস নেই,
আমি যে আজ ব্যর্থ,
ব্যর্থ আমার জীবন
তবুও আমার মন ব্যর্থ নই
সে সফল
ছুটে যাবে সে তাদের কাছে,
কারুর বাধা মানবে না সে,
যতটুকু পারবে করবে
বাঁচাতে চাইবে সবাইকে,
প্রয়োজনে মৃত্যুকে জয় করবে সে
তবুও সে যাবেই, সে যাবেই
কেননা সে তো আমারই অঙ্গ।।
