STORYMIRROR

Manik Goswami

Abstract Tragedy

3  

Manik Goswami

Abstract Tragedy

গাঁথা ফুলের মালা

গাঁথা ফুলের মালা

2 mins
349

গাঁথা ফুলের মালা

মানিক চন্দ্র গোস্বামী

 

মালা গাঁথার ইচ্ছে ছিল মনে,

কেটে গেলো বেশ কয়েকটি প্রহর,

সূতো পড়ানো সূঁচের খোঁচা দিয়ে,

ফুলের বুকে বেদনা সুপ্ত লহর।

 

সকাল থেকেই মনের আকাশে আলো,

আঁচল ভরা সদ্য ফোঁটা ফুল,

খুশি মনে মালা গাঁথার ছলে,

বানিয়ে ছিলেম রঙিন ফুলের দুল।

 

ভাবতে বসি কিসের লাগি মালা,

খুঁজতে থাকি পড়াবো কার গলে,

দেবতার ছবি প্রথমে মনে এলেও,

তোমার মুখটি চোখের সামনে দোলে।

 

হারিয়ে গেছো জীবন থেকে দূরে,

চেষ্টা করেও ছোঁয়ার ক্ষমতা নেই,

রকমারি ফুল চয়ন করেছি ভোরে,

গাঁথা মালা ছবির পরেই দেই।

 

সারাজীবন তুমিই শুধু দিলে,

আমার মাঝে প্রোথিত করেছো তাপ,

ইচ্ছে ছিল পুস্প দোলনা দুলে,

মনের খুশির পেয়ে যাবো পরিমাপ।

 

ব্যর্থ জীবনে আগামীও শেষ হবে,

দিন যাপনের ছন্নছাড়া প্রয়াস,

জীবন ছেড়ে ছবির অবয়বে,

হতভাগ্যের মালায় লেখা বিধাতার পরিহাস। 

 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract