গামছা
গামছা
গামছা আমি গরীবের ধন
বুঝি তো আমি তার মন
মুছে যে ফেলি তার ঘাম
গামছা পেতে দিই গো বিশ্রাম
খাবার বাঁধা হয় গামছায়
আমি যে তার চির আশ্রয়
করে দি তারে হাওয়া
ওর খুশি যে আমার পাওয়া
ও করে যে মোর গুণগান
আমি যে ওর সখা সমান
কোনো কাজই করি না মানা
ওর বন্ধু গো আমি ষোলো আনা।।
