এসেছে শরৎ
এসেছে শরৎ
শরৎ মানে হিমের পরশ,
আকাশ -বাতাস তারই বশ।
সরে গিয়ে শ্রবণের ছায়া,
সোনালী রোদ ছড়ায় মায়া।
নীল আকাশে তখন মেঘের ভেলা
মেঘবালিকাদের চলে দেওয়া-নেওয়ার খেলা।
সূর্যিমামার এখন নরম রোদ,
বুঝি,শরতের সাথে নেই কোনো আক্রোশ।
বহুদূরে থাকা ওই কাশের মাঠ,
জেগে থাকে দিন হোক বা রাত।
শরৎ মানেই শারদীয়া,
কেড়ে নেয় সবার হিয়া।
ভোরের বেলায় সবুজ ঘাসে
শিউলি দেয় আল্পনা,
পুজোর গন্ধে মাতোয়ারা প্রাণ
রচে নানান কল্পনা।
মহালয়ার ভোরে বাজে আগমনীর সুর
মা আসছে খুশীতে মত্ত অন্তপুর।
শরৎ শুধু নয়তো ঋতু, এ যে বাঙালীর অনুভূতি
অনেকখানি আশা আর ভবিষ্যতের স্মৃতি।।
