এমনও কোনো দিন যায় নি।(পর্ব-৩)
এমনও কোনো দিন যায় নি।(পর্ব-৩)
বৃষ্টি ভেজা দিনে।
তোর কথা শুনে।
যাচ্ছি দিন গুনে।
আসবি কবে তুই।
বাসবি কবে তুই।
তা ভাবছি গোপনে।
পারছি না আর আমি
সাথে তুই চল...
একবার হাতটা ধরে
কথা তুই বল...
কথা তুই বল.....
এমনও কোনো দিন যায় নি ।
তোর কথা আমি ভাবি নি ।
এমনও কোনো রাত যায় নি ।
তোর সাথে আমি কথা বলি নি।

