এমন দেশটি
এমন দেশটি
ভ্রমণ করেছি পৃথিবীর দিকে দিকে,
কৃত্রিমতার নিদর্শনে তৃপ্তির স্বাদ ফিকে।
বড় বড় সৌধ আছে, চোখ ধাঁধানো বাড়ি,
ইমারতের ইঁটের দেওয়ালে রুক্ষতার ছড়াছড়ি।
সবুজে ঘেরা বাংলার গ্রাম প্রশান্তি আনে হৃদে,
নৈসর্গিক শোভার সাথে ভালোবাসা রয় বিঁধে।
শ্যামল, সজীব হরিৎ ক্ষেত্র পূর্ণতা আনে প্রাণে,
নদী মাতৃক বাংলার মাটি ফল্গু কাহিনী শোনে।
মাঠে মাঠে ধান, বাংলার মান,
ভরসা এনেছে প্রাণে,
হওয়ার নাচনে, মনের গোপনে,
খুশির মন্ত্র শোনে।
গাছ ভরা ফল, ছায়া সুশীতল,
কাঁচা মেঠো পথে চলা,
ভালো লাগা মন, ওড়ে সারাখন,
স্বপ্নিল কথা বলা।
কবির কথাটি সত্যি মেনো,
কোথাও খুঁজে পাবেনা জেনো,
এমন দেশটি তুমি;
আল্পনা আঁকা প্রকৃতির কোলে,
পাহাড়, সাগর, বনানী, সমতলে,
হিংসা, দ্বেষ, কালিমা বিহীন ভূমি।
নানা ভাষা, নানা মতে,
একাত্ম বোধের ভাবনাতে,
পৃথিবীর সেরা দেশ;
ধ্বংসের পথে না গিয়ে যদি,
উন্নতি কাজে আপনাকে সপি,
সেরার সেরা শুনতে লাগে বেশ।
