একুশ বছর আগে::::
একুশ বছর আগে::::


সেদিন ডেকেছিলে ভ্রুকুঞ্চনে,
অরন্য গভীরে, নদীর কিনারে,
একুশ বছর আগে----
আজ সেই নদী ক্ষীণ কায়া
বয়ে চলে-----
তোমার ভ্রুরুর মতো !
জঙ্গলে সেসব বুনোফুল
আর ফোটে না তেমন।
তবে ছাতিম গাছটা বেঁচে আছে আজো
তোমার নারী হয়ে ওঠার
সাক্ষী হয়ে----
আজো সে ফুল ফোটায়,
গন্ধ ছড়ায়, বৃষ্টি ভেজা বাতাসে ।
একুশ বছর যদিও গেছে পেরিয়ে!!
মনে পড়ে লুসি ...
সে সব দিনের কথা,
আজ একুশ বছর পরে ?
চাঁদ দেখি আজো থাকে তরতাজা
পূর্ণিমার রাতে !
তুমি কি আছো, তেমনি কোমল
চন্দ্রালোকে-র মতো??
নাকি রুক্ষতা গিলেছে শরীর তোমার,
তোমারই, কংক্রিটের জঙ্গল সম ?