একখানা প্রেম
একখানা প্রেম
বাঁধের তালা খুললে পরে
জল বেরোয় হুড়মুড়িয়ে।
কতই খড়কুটো যায় যে ভেসে
দূরে, আরো দূরে, যায় যে চলে।
একখানা খড় গেল আটকে
রঙীন স্বপ্ন তার, কেঁদে কেটে মরে।
চোখে এক সাগরের জল
ভিজিয়ে দিয়ে যায় তার প্রেমকে।
ভিজতে ভিজতে দুজনেই গেল আটকে
মনের বিছানায়।
স্বপ্নের মঞ্জিল বানিয়ে ফেলে
কিন্তু হায় টেঁকে না।
হয়ে যায় দুঃস্বপ্ন
খড়কে তুলে রেখে দেয় প্রেম
গভীর গোপনে।
কোন বাঁধের জল আর তাকে ছোঁবে না।
সাত সাগরের জলে ও ডুববে না সে
থাকুক গোপনে প্রেমের আশ্রয়ে।
কোন ঘাটেই আর যাবে না,
প্রেমের ঘাটেই নোঙর করা থাকবে আমরণ।
--------------------
