একে অপরের জন্য?
একে অপরের জন্য?
নিজের চোখের দোষ ধরে,
আমার প্রতি করো আপশোস।
অপরের চোখের আস্পর্ধায়,
তোমার প্রতি আমার আক্রোশ।
অধিকারের দাবিতে তোমার,
হিংসার প্রেম আমার পোড়া।
তুমিও করো মিথ্যে অঙ্গীকার,
বৃথাই পাঠাও ফুলের তোড়া।
হাত ধরে পথে কাকে করি জব্দ?
নিজেদের কোন ভালবাসার ভানে?
সন্দিহান মনে তবু কেন চাই তবে,
আবার নিজেরা একে অপরের পানে।