STORYMIRROR

Anindya Biswas

Classics

3  

Anindya Biswas

Classics

একাকী পথিক

একাকী পথিক

1 min
226

একাকী পথিক ; হাটে রাস্তায় ; জন -অরণ্যের মাঝে ;

জানেনা সে যাচ্ছে কোথায়; দিশেহারা মন -সাজে,

জিজ্ঞেস করে তারে পথচারীজন :" কে তুমি? কৈ গো যাও ";

অজানা অচেনা রাস্তায় একা ; অবলম্বন তো একটা সাথে নাও,

হেসে বলে পথিক ; কিই বা নেবো সাথে ; কিই বা আমার হবে ;

আসার সময় এনেছি কি কিছু ; যে যাওয়ার সময় রবে,

এই জীবনপুরের রাস্তায় কেউ তো আর আঁকড়ে রাখতে চায়নি ;

কাছে টেনে ; বুকে জড়িয়ে ; তো আর ভালোবাসতে চায়নি,

তাই এই অভাগা পথিকের হেঁটে চলাই তার একমাত্র সার ;

যাইনা হেঁটে ; থাকিনা চলতে ; হয়তো চলে যাবো একদিন ওপার।



Rate this content
Log in

Similar bengali poem from Classics