প্রিয় - কবিতা
প্রিয় - কবিতা
শোনো না প্রিয়;
কোনদিন আবার হয়ত তোমার সাথে আবার মনের কথা কব;
হাতটা ধরে; চোখে চোখ রেখে মনের কথা কব,
গল্পে গল্পে যখন পোহাবে রাত; নাহয় ঘুমের আবেশে জড়িয়ে রব;
কিন্ত করোনা; তখনও রাখবো কোলে; তোমায় নিয়েই যে চিরদিন ঘুমোবো,
এই; আরো শোনোনা;
তোমায় আমার আরও যে কিছু বলার ছিল;
কিন্ত বিতানের কলিতে; কূহকের জাদুতে; রাত দেখি তোমায় কেড়ে নিলো,
যে মায়ায় বেঁধেছিলে আমায়; সেই মায়াজাল ছিন্ন করা - জরুরি ছিল?
তোমায় নিয়ে যে অনেক আকাশ; পাহাড়; সমুদ্র - আমার যে দেখা ছিল,
ঠিক আছে তাহলে;
এই হোক নাহয় আমাদের শেষ রাত,
নিশ্চিন্তে ঘুমোও সোনা; ঈশ্বর যে নিয়েছে মোদের বিচ্ছেদের বরাত,
নাহয় পরজন্মে দেখব তোমারই সাথে কোনো শারদপ্রাত;
এই জনমে নাহয় তোমার স্মৃতিতেই হোক আমার প্রত্যেক প্রভাত।

