STORYMIRROR

Anindya Biswas

Drama

4  

Anindya Biswas

Drama

অসাড় সংসার

অসাড় সংসার

1 min
8

হতে নেই মন; আবার উচাটন; হোসই বা কিসের আশায় ?
থাক না শান্ত; সংসার পথে ক্লান্ত; ভবিষ্যৎ লুকিয়েই থাকুক   কুয়াশায়,
আচ্ছা তো বল - মিছে মিছে তুই পালিসই বা কিসের আশা;
চারিদিকে জ্ঞানের ঝর্না - তবুও অতৃপ্তিতেই থাকে কেনো তোর পিপাসা,
নাকি এখনো দেখিস প্রেমের  স্বপ্ন ; আহা ;দুষ্টু মিষ্টি ভালবাসা;
এর চেয়ে মেনে নেনা বাস্তব - স্বপ্ন - সেটা যে নিতান্তই দুরাশা,
এইবার বেরিয়ে পর মুক্তির দিকে - হোকনা সে মরুতীর্থ হিংলাজ;
জীবন তো দেখলি; এর থেকে মৃত্যুই হোকনা তোর মনবিলাসের তাজ,
তীর্থে মুক্তি - এই নব আশাতেই পড়ে নে নাহয় নতুন সাজ;
আরে; হয়ে যা নাহয় দিগম্বর - সর্ব হারা তুই -তোর আবার কিসের  লাজ?


Rate this content
Log in

Similar bengali poem from Drama