পরমহংস
পরমহংস
1 min
9
সে আধারটুকু প্রভু মোরে করো দান;
যে আঁধারে সকল গ্লানির আলো হয় ম্লান,
সে আশীর্বাদের বারিধারায় কোরো মোরে সিক্ত;
যাতে সংসারের সর্বত্র দাবদাহে থাকতে পারি নির্লিপ্ত,
তোমায় পাবার তৃষা মোর কভু যেনো না হয় ক্ষীণ;
দাও মোরে আশ্বাস; জীবনের শেষ প্রাতে যেন তোমাতেই হৈ বিলীন,
অবতার বরিষ্ঠায় তুমি; জগত গুরু তুমি মহান;
আমি তোমার চির আশ্রিত; এইটুকু এই দীনের স্বল্প অভিমান,
দাও যতই মরন-জ্বালা ; তবুও তোমায় যাতে কখনো না ভুলি;
নিশ্চিহ্ণ হতে চাই এই ধরাধাম থেকে; নিয়ে তোমারই চরণ ধুলি।
