STORYMIRROR

Anindya Biswas

Drama

4  

Anindya Biswas

Drama

প্রতিবিম্ব

প্রতিবিম্ব

1 min
6

নিশুতি রাতে ; একাকীত্ব সাথে; শুধাই আয়নায় দাঁড়ানো নিজের প্রতিবিম্বকে;
দেখিস কি এদিকে চেয়ে; কি আছে আমাদের বন্ধন; সূত্র তার কোন জীবন - চুম্বকে?

ওমা; সেও দেখি একই কথা বলে; একই ঠোঁট নড়ে; এ কি তাঁর অসভ্যতা;
 আওয়াজ পাইনা তার; যদিও মুখমন্ডল নকল আমার;এক অপরূপ - অনন্য রসিকতা,
 তবুও কেন করি তাতেই করাঘাত; কেনোই বা চাই উত্তর; তার উপর কিসের আশা,
সেও তো করে একই আঘাত; পাই নিদারুণ প্রত্যাঘাত; চুরমার হয়ে ভেঙে পড়ে - সব প্রত্যাশা,
মাটিতে ছড়িয়ে ক্ষুদ্র প্রতিবিম্ব করে তখন আমায় ছিটানো উপহাস;
যেন বলে - কি পেলি তুই আমায় ভেঙে; কিসেরই বা খোঁজ; কেনোই বা করিস ব্যর্থ প্রয়াস,
ছিলাম প্রতিবিম্ব; তবুও তো ছিলাম; তোর একাকী জীবনের; কিছুক্ষণের সাথী;
 ভেঙে পাঠালি দূরে; এখন দেখবি শুধুই ছায়া; যখন আলো দেবে একাকী সাঁঝ বাতি।





Rate this content
Log in

Similar bengali poem from Drama