মন খারাপ
মন খারাপ
যদি কখনো খুব মন খারাপ হয়;
তখনো দিও মুখে মিথ্যে হাসির অভিনয়,
যদি মন হয়ে যায় কখনো খুব ভার;
জোরে জোরে ; ইচ্ছে করে; হেসে ওঠো বারবার,
এই; এই আমি কি বলছি; হয়তো বসে বসে ভাবছো;
হাসি; খুশি; তাও মন খারাপে আবার - ঠিকই কি টা শুনছো?
হ্যাঁ; তা বলছি ঠিকই; একটুকুও মিথ্যে কথা নয়;
সবার সামনে হেসো বারবার; কিন্তু কান্না ? তা যেনো একান্তে আমার হয়,
বইতে দিয়ে মনখারাপের ভার; নিজে থেকো ভারমুক্ত;
তোমার খুশির হাসিতে তখন করো আমার ভালবাসা যুক্ত,
একান্তে ; আড়ালে ; আবডালে; নাহয় করো আমায় আলিঙ্গন;
বাকি তোমার চোখের খুশিতে; ভরে উঠুক আমার মন প্রাঙ্গণ।

