STORYMIRROR

Anindya Biswas

Romance

4  

Anindya Biswas

Romance

ভালবাসা - কথন

ভালবাসা - কথন

1 min
8

যদি তোমার ঠোঁটে খুঁজি আমার নীরবতার আশ্রয়; রাখবে কি তা আলতো ফুলিয়ে; করে মিথ্যে রাগের অভিনয়?
যদি তোমার খোলা চুলে দেখতে পাই আমার নেশার উপাদান;
দেবে নাকি নাক গুঁজতে; না করে মিথ্যে অভিমান?
চোখে চোখ মিলিয়ে যদি করতে চাই নজরের সর্বনাশ;
 বলবে নাতো হঠাৎ করে: " চোখে চোখ রাখা; সে তো তোমার প্রতিদিনের অভ্যাস।"
যদি আলতো করে ;কোমর জড়িয়ে; দিই সাহস করে এক টান,
 দেবে নাতো আমার বুক আঁচড়ে বিছরে; করবে নাতো দূরে যাওয়ার ভান,
যদি তোমার কপালে এঁকে দিই আমার পাশে থাকার অঙ্গীকার;
দেখতে পারবো তো তোমার চোখে জল; ভালোবাসা; হয়ে নির্বিকার?
যদি দিন শেষে তোমার কোলেই চাই খুঁজি পরম শান্তি;
দেবে তো দয়া করে একটু জায়গা; ক্ষমা করে সব ভুলভ্রান্তি?


Rate this content
Log in

Similar bengali poem from Romance