স্বপ্ন - হত্যা
স্বপ্ন - হত্যা
দেখতে পারছি; হারিয়ে যাচ্ছে; সবুজ স্বপ্নগুলো;
আস্তে আস্তে ; একটু একটু করে; কঠোর অন্তরালে,
এখন শুধু শুধু খালিই যায়; রাত পোহানোর ভোরগুলো;
স্মৃতিই হয়ে যাচ্ছে তারা; বাঁধা পরে বাস্তবতার অন্তর্জালে,
কষ্ট হয় খুব বিদেয় দিতে; তারাও তো মায়ার অংশ;
একাকী সুখস্মৃতির যে জায়গা তারা; মনে তাই হয় বিবেকের দংশ,
বাস্তব জমি করছে উদাত্ত আহ্বান; বলছে - দে তুই আজ স্বপ্নদের ছুটি;
সমাজের করাল গ্রাস; জড়া; দুঃখ; বাধা; ডাকছে - আয়না; একসাথে গড়ি জুটি,
তাই আস্তে আস্তে করি তাদের হত্যা; কি করবো; তারা যে শুধু মায়া;
মুছে ফেলি সব নিষ্পাপ আবেগ; ভালবাসা; ভালো লাগা - রেখে আড়ালে দয়া,
নির্মম সংসার পূজাতে তাই আজ দেই লালিত স্বপ্নের আহুতি;
থাকে শুধু শুষ্ক; জীর্ণ ; হৃদয়হীন এক হৃদয়; থাকেনা বেঁচে কোনো অনুভূতি।
