জীবন অধ্যায়
জীবন অধ্যায়
জীবন কি;
বই? জন্ম - মৃত্যু মলাটের মাঝে আবদ্ধ কয়েকটি অধ্যায়?
না নাটক? স্ব ভূমিকা শেষে প্রত্যেকে নেয় যে বিদায়,
নাহ; বোঝতে পারিনা; বোঝাতেও পারিনা; তাকে নিয়ে কিই বা লিখি?
জীবন নদী - তা কখনও খরস্রোতা; কখনও ম্রিয়মাণ; তাই বসে বসে দেখি,
অবধারিত মৃত্যু; জানি; তা সত্ত্বেও কেনই বা করি; মিথ্যে বাঁচার চেষ্টা,
এত দুঃখ; এত কষ্ট; জড়া; দারিদ্র্য; খরা - কৈ, মেটায় নাতো বাঁচার তেষ্টা,
যা সত্য ; তাই সুন্দর; তাই তো দেয় চির প্রশান্তির ঘুম;
এসেছি একা; যাবো ও একা; তবে - কেনই রয়ে যায় মাঝে ভালবাসার মরশুম,
পেলাম না উত্তর; তাই খুঁজে যাই সদুত্তর; নির্জনতায়; নিরবধি,
হয়তো সেই অন্বেষণ টাই জীবন; যা ঠেকায় অনিবার্য মরণ - সময় আসার অবধি।
