একাধিক গল্পের সাথে
একাধিক গল্পের সাথে
মন পড়ে থাকে অক্ষরের উষ্ণতায়,
শব্দসম্ভারকে হৃদয়ঙ্গম করার আনন্দই আলাদা;
নিজের গতিধারায় অনতিক্রম্য চৌম্বকীয় আবেশ গল্পের বইএ,
আজীবন অক্সিজেন খুঁজে পাই প্রিয় বইয়ের পাতায়।
কোনো বিশেষ গল্পের বইয়ের প্রতি নেই আলাদা আকর্ষণ,
হরেক রকমের বইয়ের মাঝে লুকিয়ে পাই অনাবিল উৎকর্ষতা।
কখনও সত্যজিৎ রায়ের 'সোনার কেল্লা'য় বুঁদ হ'য়ে থাকি,
কখনও বা শীর্ষেন্দুর 'সবুজদ্বীপের রাজা'য় পাই অকৃত্রিম তৃপ্তি।
গ্রাম বাংলার সংসারে প্রবেশ আশাপূর্ণা দেবীর লেখনীর মাধ্যমে,
কিংবা অনুভবে ডুবে থাকি শরৎ রচনাবলীর উপন্যাসে।
একটাই কথা, বিশ্রুত কাহিনীকে অবলম্বন করি লেখনীর মাধ্যমে,
এই সাগরের বুকে অবগাহন করতে চাই আমৃত্যু।