এক আগন্তুক আমি
এক আগন্তুক আমি


এক আগন্তুক আমি তোমার কাছে,
অনাহুত একজন অচেনা মানুষ,
ভুলে গেছো তোমার নরম
হাতের স্পর্শে আমার ঘুম আসত,
আমরা দুজন কত রাত কাটিয়েছি
আকাশের দিকে চেয়ে,
নিরবে নিভৃতে,
কত না কেঁদেছো তোমার কষ্টে
আমার এই বুকে মাথা রেখে
আজ তুমি আমাকে ভাবো
একজন অনাহুত আগন্তুক,
ভালোবাসতে বাসতে আমাকে
শেখালে কাকে বলে ঘৃণার সুখ।