এগিয়ে চলো
এগিয়ে চলো
জীবনের পথ হয় আঁকা-বাঁকা,
কখনো লাগে কঠিন কখনো সোজা।
কখনো সে আনে ব্যর্থতা,
যখন একটু কাছেই থাকে সফলতা ।
কখনো সে ভাসায় আনন্দ জোয়ারে,
কখনো সে ডোবায় দুঃখের সাগরে।
কখনো সে মনে জাগায় দৃড় বিশ্বাস,
কখনো সে ফেলায় দীর্ঘনিশ্বাস।
তবু বন্ধু ছেড়না কভু হাল,
লক্ষ্য নিয়ে এগিয়ে চলো,
যতই আসুক রাত্রি কালো।
সফলতা আসবে কাছে,
যদি শক্ত করে ধরো ঢাল।
নাইবা হলে তুমি শ্রেষ্ঠ,
হও শুধু উত্তম,
বিজয় মুকুট পরাবে জগৎ,
হবে তুমি গরিষ্ঠ।
