এবারো শ্রাবণে
এবারো শ্রাবণে
এবারো শ্রাবণে
তোর সঙ্গে হল না দেখা
ভিজতে ভিজতে নদীর উছলান
পাহাড় গড়িয়ে ঝর্ণার ছলকান
ঘাসের উপর একটানা শুয়ে চুপিসারে।
চোখে ধুলো দিয়ে অন্য শহরে গেলি যে চলে
ভেজার শখে ভিনদেশী হাওয়ার বৃষ্টির জলে
ডুব দিলি খুব করে সোহাগের কৌতূহলে
হল না আর
দিল খুলে তোকে নিয়ে কবিতা লেখা ।।
খোঁপায় ফুল ফুটে কার উঠোনে আছিস পড়ে
জানালা দরজা খোলা মুখভারি গোপন করে
রাতভোর দু’চোখে আকাশের জল ধরে
হল না আর
নীড় তুলে সংসারে ঘরের সুখ দেখা ।।