STORYMIRROR

বিকাশ দাস

Romance Classics

2  

বিকাশ দাস

Romance Classics

এবারো শ্রাবণে

এবারো শ্রাবণে

1 min
582


এবারো শ্রাবণে

তোর সঙ্গে হল না দেখা

ভিজতে ভিজতে নদীর উছলান

পাহাড় গড়িয়ে ঝর্ণার ছলকান

ঘাসের উপর একটানা শুয়ে চুপিসারে।


চোখে ধুলো দিয়ে অন্য শহরে গেলি যে চলে

ভেজার শখে ভিনদেশী হাওয়ার বৃষ্টির জলে

ডুব দিলি খুব করে সোহাগের কৌতূহলে

হল না আর

দিল খুলে তোকে নিয়ে কবিতা লেখা ।।


খোঁপায় ফুল ফুটে কার উঠোনে আছিস পড়ে

জানালা দরজা খোলা মুখভারি গোপন করে

রাতভোর দু’চোখে আকাশের জল ধরে

হল না আর

নীড় তুলে সংসারে ঘরের সুখ দেখা ।।


Rate this content
Log in

Similar bengali poem from Romance