এ বছর আমি আর আসবো না
এ বছর আমি আর আসবো না


পুরোনো পাতার মতো ভুলে যাবে যেই দিন
হয়তো এসে যাবো পাহাড়ী সন্ধ্যার মতো
চিরচেনা শিলাবতী, লোকায়ত মন্দির, চিরজানা আঙিনায়
সহসা আবার...
এ বছর আমি আর আসবো না ।
আগামী চৈত্র রোদে শুকনো করে রেখো আলুর পাঁপড়|
পুরোনো পোষাক, ন্যাপথালিন,পুরানো ঝগড়া,নতুন চালের পায়েস, নতুন করে মিথ্যা পুরানো প্রত্যাশা |
পুরোনো পাতার মতো ভুলে যাবে যেই দিন
আবার এসেযাবো আশ্বিনের সকালে নবীন রোদের মতো
পুঁইশাক,বেথো,শারদ কাঁথলেপা দেহ
পাড়নতল, আল আর ধানের পালুই আমার গহনে|
এ বছর আমি আর আসবো না |
আগামী বর্ষায় বার বার ভিজে যাবে অলস পায়ের জুতা |
হয়তো পড়ে যাবে মাটির দেয়াল, ব্যাঙেরা জুড়ে দেবে নতুন খেয়াল |
হয়তো ফিরে পাবো পুরোনো দুপুরের আস্বাদ, প্রবীণ গল্পকার,পুরোনো খবর,নতুন খুচরো অবসাদ |