দুর্ঘটনা
দুর্ঘটনা


ইচ্ছা ছিলো না
ঠিক এমনটাও না , ওই আর কী !
তুমি আমার প্রেমিক, সন্ধ্যে বেলায় সাঁঝের আলো
মেঘ না চাইতেই ইচ্ছা পূরণ...
তুমি আমার তু্ই বলে ডাকার সাহস
গোপনে শরীর টাকে মুক্ত করার অচিন শহর !
তু্ই আমার সুখী জীবনের অন্ধকার সিঁড়ির তলা
আলেয়ার সাথে একটা ক্ষীণ আশা, ভালোবাসা !
যদিও তোর ঠোঁটের সাথে আমার ঠোঁটে অস্তিত্ব দেখেছি
তবুও কী জানি, সব এলোমেলো ! হয়তো ব্যক্তিগত !
লজ্জা হয় তোমার সামনে নগ্ন হতে
ভয় পাইনা তোর বুকে শুতে
একবার তোর তুমি তে মিশে, বৃষ্টির কথা ভাবি
অতঃপর তোর ঘরে আগুন জ্বলে !
দিনের জলে জলছবি এঁকে যায় রোদ্দুর
ততোটাই রাতের বালিশে অপরিচিত !
নিতান্তই মনে হলে, একটা ধুপ জ্বালিও
ঠিক আমি ছুঁয়ে নেবো, রাতের রোদ্দুর...
যত্ন করে নাই বা মুছলে চোখের জল
চুমুর দাগে নাইবা করলে স্নান ভোরের শিশিরে
মোড়কে মুড়িয়ে রেখো, তাবিজ বানিয়ে দিও
ওষ্ঠ থেকে কোমরের মাপে ট্রামলাইন বানিয়ে নিও!
চুলের ক্লিপ আটকানো পাতায় অপেক্ষায় আছি
শেষ টা না হয় একসাথেই করবো...
... তোমার দিব্যি, হয় তো খুব "পরিচিত"!
হয়তো দুর্ঘটনা...