দুর্গাপূজায় প্রেম
দুর্গাপূজায় প্রেম
একমুঠো শিউলি ফুলে আঁচল ভরে দিলে,
‘ভালবাস’ বলে আমায় আপন করে নিলে।
তোমার ভালবাসা আগমনি হয়ে আমার প্রাণে বাজে,
শরতের নীল আকাশে, সাদা মেঘের মাঝে।
ষষ্ঠীতে অকাল বোধন, তোমার প্রেমে পড়া,
সপ্তমীতে তোমায় ভেবে, নতুন স্বপ্ন গড়া।
অষ্টমীর অঞ্জলির ছলে, তোমার প্রথম ছোঁয়া,
সবার চোখ আড়াল করে, লাজুক চোখে চাওয়া।
নবমীতে তোমার সাথে, সারারাত জেগে থাকা,
রাতের শেষে আমায় তুমি, করে গেলে একা।
দশমীতে আকাশে বাতাসে, বাজে বিষাদের সুর,
পূজো শেষ প্রেমও শেষ, তুমি হয়ে গেলে দূর।
আজও আসে শরৎকাল, আসে দুর্গাপূজা,
আজও চলে মনের মাঝে, লুকিয়ে তোমায় খোঁজা।
কখনও কি একলা বসে, আমার কথা ভাবো?
কোথায় তুমি হারালে, তোমায় কোথায় খুঁজে পাবো?