দুর্ভিক্ষ
দুর্ভিক্ষ
নেশাহীনতায় বাঁচা জীবন আসক্তি চাই নিকোটিনে ,
নিজের নিজের করে সব হারিয়েছে তেপান্তরে ।
তীব্র বজ্রপাতের ছেঁকা পারে না নাড়াতে প্লীহা ,
পরিবর্তন, পরিবর্তন !
সেই শব্দগুলো আজ ফাটল ধরায় আগ্নেয় শিলায় ।
পথ বড্ড অমসৃণ, চেয়েছিলাম মাটি দিয়ে ভরাট করতে ,
বুঝেছি আজ প্রকৃতির উপর জোর খাটানো চলে না ।
আমি চেয়েছি নমনীয়তা ,
আমি ক্ষুধার্ত বাঘের মতো ঘুরে ঘুরে বেড়িয়েছি অচেনা জঙ্গলে ।
ফিরতে চেয়েছি বহুবার ,
চেষ্টায় থেকেছি রত অগণিতবার।
পাইনি তবু তার মনের সম্মতি ,
পরিবর্তন চাইলো সে ,
আমার আমিকে চাইলো না ।
আমার ব্যর্থতা না সফলতা !
আমি আজ শিখে গেছি সইতে গরম লোহার আঘাতটাও,
বুকের ভেতর ঘটে যাওয়া ঝড়টা শান্ত আজ পরিস্থিতির ভালোবাসায় ।
আমি তো আসতে চায়নি ,
আমি তো ভালোবাসতে আসিনি আগে ,
কেন তবে এত অভিযোগ ,
কেন তবে এত অবহেলা আর রাগ ।
সে আমায় আমার আমার দাবি করলেও
আমার আমিকে বোঝে না ,
আমার মাঝে লুকিয়ে থাকা শিশু আমিটাকে খোঁজে না ।
