দুখু মিয়া
দুখু মিয়া

1 min

328
যৌবনের দুরন্ত আরশি
দুখু মিয়া ।
সৃষ্টির দুরন্ত প্রেরণা, চির উন্নত শির ।
দারিদ্রতা অনাহার লাঞ্ছনা বারংবার ।
অনুভবে বিদ্রোহো ।
তীব্র মানসিক যন্ত্রণা এক সৈনিকের ।
সংযত হাতিয়ার কালি কলম ।
"ধুমকেতুর" ছটায় প্রজ্জ্বলিত অন্তর্নিহিত সত্য ।
"আগ্নীবীনার" ঝঙ্কারে "প্রলয়শিখার" বর্ণালী ।
সত্যিকারের মানব প্রেম
রক্ত জমাট পাষাণ বেদীকে করেছে
শক্তির উৎস ।
বিষন্নতা চিত্রিত হয়েছে গূঢ় অন্বেষণে ।
দেশপ্রেমের উৎস অব্যয়কে
শব্দের রূপ দেবার চেষ্টায় নেই কোনো
মেকি ছলনা ।।
মহানিশার শেষে স্নিগ্ধ ঊষা সম
দুখু মিয়া ।।