দোসর
দোসর


ভালোবাসা চেয়ে প্রেমের প্রতীক্ষা !
যদিও বর্ষার দিঘি , জলে থৈ থৈ ছিল ।
গোলাপের কাঁটার খোঁচায় বেদনার্ত
অথচ রাঙামাটির পরে , বকুল ঝরে ছিল ।
হৃদয়ের পান্ডুলিপি বয়ে প্রেমের পথিক
একটিমাত্র বসন্ত'বিকেলের প্রার্থনায় ,,,,
নিকোটিনের ধোঁয়ার মত ধোঁয়াশায় ;
সিড়িভাঙা অঙ্কের সিড়িবায় ।
হৃদয় রথের চাকা অলিক প্রফুল্ল কাননেই গতি পায় ;
সমভূমিতে দিক ভুল হয় ,
রথের চাকা মেদিনী গ্রাস করে ।
প্রেমের রেলগাড়ি ঝিকিঝিকি ঝিঁঝিঁপোকা
বোঝা ওঠা নামা করে ,,,,,
ক্লান্তিরা কখনো কখনো শান্তি পায় ।
হাজারো কাজের মাঝে
মনের খোরাকে তেল ঝাল মেলাবার
দোসর যদি আসে ভাগ্য করে
সেই পরম পাওয়ায় , হৃদয় থাক পরম মমতায় ।