দিশাহীন
দিশাহীন


ছ'জন ঘোড় সওয়ার জঙ্গলের মধ্যে দিশেহারা।
হঠাৎ শোঁ শোঁ শব্দ
পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসছে গলানো পিচ।
তড়িঘড়ি ঘোড়ার পিঠ থেকে নেমে
ওঁরা ঝটপট সামনের একটা গাছে উঠে পড়লেন।
ঘোড়াগুলো কীসের গন্ধ পেয়ে যে যে-দিকে পারল ছুটল
তার চেয়েও দ্রুত ধেয়ে ঘোড়াগুলোকে ঢেকে ফেলল সেই কালো পিচ।
যখন ওই ঢল মিলিয়ে গেল বহু দূরে
লোকগুলো ভয়ে ভয়ে নেমে দেখলেন
ওখানে শুধু ঘোড়াগুলোর হাড়গোড় পড়ে আছে।
চমকে উঠলেন ওঁদের একজন, তিনি শুনেছিলেন---
মাংসখেকো কোটি কোটি খুঁদে কালো পিঁপড়ে এমন তালগোল পাকিয়ে
পাহাড়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যায়।
ছ'জন মানুষ জঙ্গলের মধ্যে দিশেহারা
আবার শোঁ শোঁ শব্দ
চকিতে এদিক-ওদিক তাকাতে লাগলেন ওঁরা দেখলেন, গাছপালাগুলো গা-ঝাড়া দিয়ে জাগছে।
ওঁরা হাঁটতে শুরু করলেন---
এ বার কার পিঠে চাপা যায়!