STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance Tragedy

3  

Partha Pratim Guha Neogy

Romance Tragedy

দীর্ঘশ্বাস

দীর্ঘশ্বাস

1 min
266

ঠিক বুকের মাঝখানে মাথা রাখো -

শুনতে পাও সাঁই সাঁই কোনো শব্দ?

এটা বয়ে যাওয়া হাওয়ার শব্দ। 


এই হাওয়ায় ভেসে বেড়ায়

কবেকার স্মৃতিতে থাকা রাস্তাঘাট, গাছপালা , বাড়িঘর, মানুষ আরও কত কথা।

আরো ভাসে ভুল করে মরে যাওয়া কিছু স্বপ্ন,

মুছে যাওয়া কিছু কবিতার লাইন,

কেটে যাওয়া ঘুড়ির মতো একটা আস্ত সমুদ্র। 


কি যে হয় মাঝে মাঝে!!

হঠাৎ ওঠে ঝড় মনে ,

বুঝলে কালবৈশাখী ঝড়!!

যে ঝড়ের ভয়ে-

চাঁদ আর সূর্য ডুবে যায় একসাথে।

কেউ টের পায় না,

বুকটা শুধু বহু জায়গায় ভেঙে যায়।

তখন ভাঙার থেকে বের হয়ে আসে কিছু বাতাস।

- এটাকে বলে দীর্ঘশ্বাস। 


সরে দাঁড়াও বুকের উপর থেকে-

একটা গরম দীর্ঘশ্বাস অনেকক্ষণ আটকে আছে,

ছটফট করছে এক্ষুনি বের হবে।

তুমিও পুড়ে যেতে পাতো-

দয়া করে সরে দাঁড়াও আরেকটু দুরে।


ଏହି ବିଷୟବସ୍ତୁକୁ ମୂଲ୍ୟାଙ୍କନ କରନ୍ତୁ
ଲଗ୍ ଇନ୍

Similar bengali poem from Romance