দীপ্তি রূপে আছো তুমি
দীপ্তি রূপে আছো তুমি


দীপ্তি রূপে আছো তুমি
জানি আমায় সাজাও তরি
সেই তরিতেই দোলে যে মোর হৃদয়
আশায় বিতায় ক্ষুদ্র জীবনখানি
তোমার পরশ পাওয়ার আশায়
মালা শুধুই নীরবে শুকায়
মায়ার সাগরে মন ডুবে যায়
যাতনা, দুঃখ ও কষ্ট সয়ে
সকল আশা, সকল ব্যাথা
নিয়ে তোমার মালা গাঁথা
তোমার রূপে ভরবে হৃদয়
গাইবে যে গান একটি সুরে
সেই সুরেতেই এমন ধ্বনি
তুচ্ছ যেথায় হীরা-মনি
মন মাঝারে সদাই শুনি
মগ্ন খেলায় উভয় জানি