STORYMIRROR

Debashis Bhattacharya

Romance

2  

Debashis Bhattacharya

Romance

দীপ্তি রূপে আছো তুমি

দীপ্তি রূপে আছো তুমি

1 min
739

দীপ্তি রূপে আছো তুমি

জানি আমায় সাজাও তরি

সেই তরিতেই দোলে যে মোর হৃদয়

আশায় বিতায় ক্ষুদ্র জীবনখানি

তোমার পরশ পাওয়ার আশায়

মালা শুধুই নীরবে শুকায়

মায়ার সাগরে মন ডুবে যায় 

যাতনা, দুঃখ ও কষ্ট সয়ে

সকল আশা, সকল ব্যাথা

নিয়ে তোমার মালা গাঁথা

তোমার রূপে ভরবে হৃদয়

গাইবে যে গান একটি সুরে

সেই সুরেতেই এমন ধ্বনি

তুচ্ছ যেথায় হীরা-মনি

মন মাঝারে সদাই শুনি

মগ্ন খেলায় উভয় জানি  


Rate this content
Log in

Similar bengali poem from Romance