ধূসর ফাল্গুনে
ধূসর ফাল্গুনে
অন্তিম লগ্নে বসন্তের বিকেল,
লুকোতে চাইছে রক্তিম গোধূলিবেলা,
স্তিমিত হয়েছে জ্যোতির্ময়ী আলো,
বিদায় বেলায় রইলাম একেলা।
সবুজে সাজানো মাঠের কোণে,
নিঃসঙ্গ বেঞ্চিটা অসহায় খোঁজে,
উদাস চাহনি আকাশ পানে,
বসবে না জানি হৃদয় মাঝে।
গাছে এখনও বকুল ফোটে,
সাজবে খোঁপায় মালা হয়ে,
সুবাস ছড়িয়ে আকুলতায় ডাকে,
ঝরে হতাশার বোঝা বয়ে।
গোলাপ কলি শোকেতে মুহ্যমান,
অভিপ্রায়ে বাড়াবে মনের শোভা,
চেয়েছিলো হাতের মুঠোয় স্থান,
হতাশ হৃদয়ে বিলীয়মান প্রভা।
অসময়ে ঝরে পড়লো পাতা,
নিঃসঙ্গ জীবনের ধূসর ফাল্গুনে,
অবসাদ বুকেতে রইলো গাঁথা,
ইচ্ছে পুড়লো হতাশার হুতাশনে।
মনের মাঝে গোপন কান্নাগুলো,
শুষ্ক পথে হয়েছে স্রোতহারা,
বেদনা বাতাস বইছে এলোমেলো,
অমার আঁধারে চন্দ্রিমাকে ছাড়া।
