STORYMIRROR

Shyamasree (শ্যামশ্রী)

Inspirational Others

3  

Shyamasree (শ্যামশ্রী)

Inspirational Others

ধর্মের ধ্বজা

ধর্মের ধ্বজা

1 min
196


ধর্মের ধ্বজা মানুষের চেয়ে 

যাদের কাছে দামী। 

তাদের কাছে অন্য ধর্মের নারীরা পণ্য-

তারাই নাকি শান্তি প্রিয় সর্বজ্ঞানী। 

সভ্যতার পতন ঘটায় যারা,

মানুষদের অকারণে হত্যা করে।

পুঁথি পোড়াতে যাদের কাঁপে না হাত-

শিক্ষার আকর যারা ধ্বংস করে। 

যাদের কৃপাণের নিষ্ঠুর আঘাতে-

শিক্ষাগুরুর রক্তে শিক্ষাঙ্গন রাঙ্গা হয়, 

যাদের ঘৃণিত কর্মকান্ড দেখে-

পশুর পশুত্বও লজ্জা পায়।

যাদের স্পর্শে এই সুন্দর ধরিত্রী -

যাচ্ছে ডেকে কলুষতায়।

এমন জাতিরা নিজেদের শ্রেষ্ঠ দাবি করে-

কিসের নিরীক্ষে কিসের ভরসায়? 


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational