STORYMIRROR

Kausik Chakraborty

Classics

4  

Kausik Chakraborty

Classics

দেয়ালের রঙ (বিষয়- স্কুল জীবন)

দেয়ালের রঙ (বিষয়- স্কুল জীবন)

1 min
467

তখন রাত ভেঙে ভোর আসেনি চিলেকোঠায়

ইতিহাস বইয়ের পাতা ছিঁড়ে সবে রাজ্যভার সঁপে দেওয়া বাকি বিদেশীর হাতে-

রেসাল্ট এলে তখনও গুনে গুনে দেখা হয়নি 

আসলে কটি বিষয়ে লেটার ছিল আগাগোড়া 

পাশ্চাত্যের বক'রা যেমন প্রাচ্যের রাস্তা চিনে ছড়িয়ে দেয় চিঠি

ঠিক তেমন করেই আমার জন্য বরাদ্দ হয় অকূল সাম্রাজ্য।


এখন ভিজে যাচ্ছে সমস্ত পড়ে থাকা বই

জীবনবাবু আর বেতটা নিয়ে ধাক্কা মারে না আত্মস্থ দেয়ালে-

আমার রাস্তার রঙ নীল...

আমার পুরনো খাতারা সাময়িকী হয়ে ঝুলে রয়েছে শহরের মোড়ে...


তখন সঠিক সময়ে রাত আসতো, আবার অন্ধকার ভেঙে স্থায়ী হত দিন

তখন স্কুলের ঘন্টায় আঁকা যেত ইচ্ছেমতো পাখির চেহারা-


এখন সব সাম্রাজ্য থেকে ভেঙে পড়ছে দেয়াল

এখন ভিজে রাস্তা থেকেই ক্রমাগত কুড়িয়ে আনছি বাদশার নজরবন্দী মুকুট 

আমার ক্যালাইডোস্কোপে কেবল শিকড়ের ধুসর রঙ ভাসে...


Rate this content
Log in

Similar bengali poem from Classics